প্রিন্ট এর তারিখঃ সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২


জাতীয়

জাতীয় নির্বাচনে তথ্যের অবাধ প্রবাহ ও বস্তুনিষ্ঠ সংবাদ নিশ্চিতের আহ্বান: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ২০২৫-০৯-০৮ ০০:৩৭:২৭

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নির্বাচনের আগে, চলাকালে এবং পরেও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে। এ সময় কোনো গণমাধ্যমকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি। 

 

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন।

 

সভায় সাংবাদিকরা সংবাদ সংগ্রহে অতীতের দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরে ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন তারা।

 

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম জনগণের আস্থা হারিয়েছে। সেই আস্থা পুনরুদ্ধারে নির্বাচনের সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ জরুরি। তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে। জনগণ ভোট দিতে গিয়ে সহিংসতার শিকার হবে না—এ নিশ্চয়তা সরকার প্রতিষ্ঠা করবে। গণমাধ্যমও যেন এ নিশ্চয়তার বাস্তবায়নে ভূমিকা রাখে।”

 

তিনি আহ্বান জানান, কোনো সহিংসতা ঘটলে গণমাধ্যমকে অবশ্যই তার মূল কারণ ও দায়দায়িত্ব খুঁজে বের করে প্রকাশ করতে হবে। একইসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন গণমাধ্যম নীতিমালা প্রণয়নে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা না করায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমের লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর পেইজ পরিচালনার প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, এটি সমাজে আস্থার সংকটের প্রতিফলন। এ ক্ষেত্রে অনলাইন সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।

 

সভায় বক্তারা মনে করেন, নির্বাচনপূর্ব ও নির্বাচন-পরবর্তী সহিংসতা এড়াতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিক সমাজ নিজ অধিকারে সোচ্চার থাকলে কোনো সরকারই সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না বলেও অভিমত ব্যক্ত করা হয়।