প্রিন্ট এর তারিখঃ সোমবার ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২


রাজনীতি

টাঙ্গাইলের বটতলায় ভোটারদের সাথে ৩১ দফা নিয়ে মতবিনিময়

প্রকাশিত: ২০২৫-০৯-০৮ ০০:১৯:৪০

News Image

নিজস্ব প্রতিনিধি:

টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল পৌর এলাকার ১৬নং ওয়ার্ডে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ৭ সেপ্টেম্বর, ২০২৫ রোববার বিকেলে ৩টি ওয়ার্ডের মহিলাদলের আয়োজনে এ  নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক ও নিপীড়িত নারী শিশু টাঙ্গাইল জেলার সমন্বয়কারী এডভোকেট মমতাজ করিম । উপস্থিত ছিলেন মহিলাদল  নেত্রী রহিমা বেগম, শাহনাজ পারভীন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, হাওয়া বেগম, এলি আক্তার, কোহিনুর বেগম, খাদিজা আক্তার ইমু, আশা আক্তার প্রমুখ। বৈঠক শেষে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে টুকুর জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন নেত্রীরা।