আশুলিয়ায় জুতার কারখানায় আগুন
শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
আশুলিয়ায় জুতার কারখানায় আগুন
সাব্বির হোসেন, সাভার প্রতিনিধিসাভারের আশুলিয়ায় বহুতলা ভবনের ৫ম তলায় একটি জুতার কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্বাস আলী জানান, আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বহুতলা ভবনের ৫ম তলায় জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের ২ ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180355/আশুলিয়ায়-জুতার-কারখানায়-আগুন