আরিয়ান মুক্তি পেতেই পার্টিতে ব্যস্ত সুহানা

আরিয়ান মুক্তি পেতেই পার্টিতে ব্যস্ত সুহানা

আরিয়ান মুক্তি পেতেই পার্টিতে ব্যস্ত সুহানা

সেই পার্টির একটি ছবি প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে। সুহানার এক বান্ধবী তাদের সেই ছবি দিয়েছেন। ছবির নিচে মন্তব্যের ঘরে সুহানা সেই বান্ধবীকে ভালোবাসাও জানিয়েছেন।

বিনোদন ডেস্ক

কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান। ফলে আনন্দে আত্মহারা ছোট ভাই আব্রাম। রাতে প্রশান্তির ঘুম দিয়েছেন মা-বাবাও। অন্যদিকে ভাইয়ের মুক্তিতে হ্যালোইন পার্টিতে মেতেছেন বোন সুহানাও। খবর আনন্দবাজারের

শীত আসার আগে হ্যালোইন উৎসবে মেতে ওঠে আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশগুলো। অক্টোবরের শেষে ভুতুড়ে আবহে সাজানো হয় শহর থেকে গ্রাম। আপাতত সেই দেশই বলিউড কিং কন্যা সুহানার ঠিকানা। তাই দেশের সঙ্গে মিলিয়ে বেশ ধরেছেন সুহানা। ভুতুড়ে অনুষঙ্গের পার্টিতে মেতে উঠেছেন আরিয়ানের বোন।

আর সেই পার্টির একটি ছবি প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে। সুহানার এক বান্ধবী তাদের সেই ছবি দিয়েছেন। ছবির নিচে মন্তব্যের ঘরে সুহানা সেই বান্ধবীকে ভালোবাসাও জানিয়েছেন।

নিউইয়র্কে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন সুহানা। ইতিমধ্যে একাধিক নাটক এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন তিনি। এর আগে তারকা-কন্যা জানিয়েছিলেন, তিনি অভিনয় করতে চান। কিন্তু পড়াশোনা শেষ না করা পর্যন্ত সে দিকে পা বাড়ানোয় নিষেধাজ্ঞা বাবার। তাই এখনও পর্যন্ত সে অর্থে ‘অভিনেত্রী’ হয়ে ওঠেননি সুহানা।

গত বৃহস্পতিবার মাদককাণ্ডে জামিন পেয়েছেন আরিয়ান। শনিবার আর্থার রোড জেল থেকে বাড়ি ফিরেছেন ২৩ বছরের তারকা-সন্তান। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, ভাই বাড়ি ফেরার পর সুহানা নিউইয়র্ক থেকে ভিডিও কল করে ভাইকে স্বাগত জানিয়েছেন। কথা বলতে গিয়ে নাকি কেঁদেও ফেলেছিলেন। একইসঙ্গে শোনা যাচ্ছে, বাবার (শাহরুখ) জন্মদিন (২ নভেম্বর) পালন করতে দেশে ফিরবেন সুহানা।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/entertainment/179869/আরিয়ান-মুক্তি-পেতেই-পার্টিতে-ব্যস্ত-সুহানা