৬৬ রানের জয়ে জীবিত ভারতের সেমিফাইনালের আশা
৬৬ রানের জয়ে জীবিত ভারতের সেমিফাইনালের আশা
আফগানদের বিপক্ষে টিকে থাকার ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে ২০০ ছাড়ানো রান দেখলো ভারত...
খেলাধুলা
জার্নাল ডেস্কআফগানিস্তানের বিপক্ষে ৬৬ রানের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আশা বেঁচে থাকল ক্রিকেটের পরাশক্তি ভারতের। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে কোহলি গং।
বুধবার সুপার টুয়েলভের ম্যাচে আবু ধাবিতে ৬৬ রানে জয়ের মুখ দেখে বিরাট কোহলিরা।
আফগানদের বিপক্ষে টিকে থাকার এ ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে ২০০ ছাড়ানো রান দেখলো ভারত।
ভারতের দুই উদ্বোধনী ব্যাটার দুর্দান্ত শুরু এনে দেন। কেএল রাহুল করেন ৪৮ বলে ৬৯ এবং রোহিত শর্মা করেন ৪৭ বলে ৭৪ রান। তারা আউট হয়ে গেলে রিশব পান্থ ও হার্দিক পান্ডের ব্যাটে ২০ ওভার অতিক্রম করে ভারতীয় দল।
পান্থ ১৩ বলে ২৭ রান ও পান্ডে ১৩ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের হয়ে গুলবাদিন নায়েব ও করিম জানাত একটি করে উইকেট নিয়েছেন।
ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, সামি,অশ্বিন, যশপ্রীত বুমরাহ।
আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), শরাফুদ্দিন আশরাফ, গুলবাদিন নায়েব, রশিদ খান, করিম জানাত, নবীন-উল-হক, হামিদ হাসান।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/180230/৬৬-রানের-জয়ে-জীবিত-ভারতের-সেমিফাইনালের-আশা