চলছে সাত কলেজের ভর্তি পরীক্ষা

চলছে সাত কলেজের ভর্তি পরীক্ষা

চলছে সাত কলেজের ভর্তি পরীক্ষা

ডিজেলের দাম বাড়ানোয় আজ সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের মধ্যেই আজ শুক্রবার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা...

নিজস্ব প্রতিবেদক

ডিজেলের দাম বাড়ানোয় আজ সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের মধ্যেই আজ শুক্রবার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা।

সকাল ১০টায় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। চলবে বেলা ১১টা পর্যন্ত।

সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা কমিটির তথ্যমতে, সাত কলেজে এবার আসন রয়েছে ২৬ হাজার ১৬০টি, যার বিপরীতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি।

আর বাণিজ্য ইউনিটের ভর্তির পরীক্ষার জন্য এ বছর ২৩ হাজার ৭০০টি আবেদন পড়েছে। বিপরীতে সাতটি কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩১০টি।

প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বসতে হবে ভর্তিচ্ছুদের। এছাড়া এসএসসি ও এইচএসসির ফলাফল থেকে ২০ নম্বর থাকবে।

আগামী শনিবার (৬ নভেম্বর) সাত কলেজের বিজ্ঞান ইউনিট এবং ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/180370/চলছে-সাত-কলেজের-ভর্তি-পরীক্ষা