স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়া শুরু, নিবন্ধন যেভাবে
স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়া শুরু, নিবন্ধন যেভাবে
রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও প্রথম দিনে টিকা পাওয়া যাবে কেবলমাত্র একটি কেন্দ্রে। পরবর্তীতে টিকাদান কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক১২ বছরের বেশি বয়সের স্কুলশিক্ষার্থীদের মহামারি করোনার প্রতিষেধক টিকা দেয়া শুরু হবে আজ (সোমবার) থেকে। প্রথম দিনে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ বছরের বেশি শিক্ষার্থীরা পাবেন টিকা। শিক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হবে।
রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও প্রথম দিনে টিকা পাওয়া যাবে কেবলমাত্র একটি কেন্দ্রে। পরবর্তীতে টিকাদান কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।
গতকাল রোববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব মো. শামসুল হক জানান, রাজধানীর আটটি স্কুলকে ক্লাস্টার হিসেবে নির্বাচন করা হয়েছে। সেগুলো হলো- হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল।
আজ সোমবার সকাল সাড়ে নয়টায় মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, শিক্ষার্থীরা ফাইজার-বায়োএনটেকের টিকা পাবে। বর্তমানে এই টিকার ৭০ লাখ ডোজ মজুদ রয়েছে। নভেম্বর মাসে আরও ৩৫ লাখ ডোজ আসার কথা রয়েছে।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পর্যায়ক্রমে সারাদেশেই এ কার্যক্রম চলবে।
টিকার জন্য শিক্ষার্থীরা যেভাবে নিবন্ধন করবে
প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠানো তথ্য সুরক্ষা ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হওয়ায় ঢাকা মহানগরীর শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে নিবন্ধন করতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। সেজন্য সুরক্ষা ওয়েবসাইটের ‘নিবন্ধন (জন্ম সনদ)’ মেনু বা surokkha.gov.bd/birth-reg-enroll ঠিকানায় নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এই ঠিকানায় প্রবেশ করে জন্ম সনদ নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা কোড নির্দিষ্ট স্থানে পূরণ করে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ফরমে ইংরেজিতে নাম এবং মোবাইল নম্বর দিতে হবে। এরপর বর্তমান ঠিকানা দিয়ে টিকা নেয়ার কেন্দ্র নির্বাচন করতে হবে।
নিবন্ধনের সময় দেয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পরে টিকা নেয়ার তারিখ ও কোন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা নিতে হবে, তা জানানো হবে।
তথ্য দেয়া শেষে এসএমএসে পাওয়া ওটিপি কোড দিয়ে ‘নিবন্ধন সম্পন্ন করুন’ বাটনে ক্লিক করে এই প্রক্রিয়া শেষ করতে হবে। সুরক্ষা ওয়েবসাইটের ‘টিকা কার্ড’ মেনুতে জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ দিয়ে টিকা কার্ড সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ জার্নাল/ওয়াইএ
from BD-JOURNAL https://www.bd-journal.com/health/coronavirus/179863/স্কুলশিক্ষার্থীদের-টিকা-দেয়া-শুরু-নিবন্ধন-যেভাবে