রাজশাহী মেডিকেলে করোনায় একজনের মৃত্যু
মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
রাজশাহী মেডিকেলে করোনায় একজনের মৃত্যু
গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রন্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ
রাজশাহী প্রতিনিধিগেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রন্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রামেকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে নাটোরের একজন মারা গেছেন।
এছাড়া রামেক করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। সন্দেহজনক রোগী আছেন ৩৪ জন, করোনা আক্রান্ত সাত জন ও উপসর্গে ভর্তি আছেন ৯ জন।
রামেক পরিচালক আরও জানান, হাসপাতালের পিসিআর মেশিনে ৮৯ জনের নমুনা পরীক্ষায় দুইজন শনাক্ত হয়েছেন। অপরদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৭৮ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১ দশমিক ৮৭ শতাংশ।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179996/রাজশাহী-মেডিকেলে-করোনায়-একজনের-মৃত্যু