ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
জবি নীলদলের দুপক্ষের উপর্যুপরি সংবাদ সম্মেলন

জবি নীলদলের দুপক্ষের উপর্যুপরি সংবাদ সম্মেলন

জবি নীলদলের দুপক্ষের উপর্যুপরি সংবাদ সম্মেলন

অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নীলদলের দুই প্যানেলের উপর্যুপরি সংবাদ সম্মেলন করেছেন। ইস্তেহার সম্মেলনে দুইপক্ষই বিজয়ী শর্তসাপেক্ষে নির্বাচন পরবর্তী কর্মকাণ্ডের একটা তালিকা প্রকাশ করেন।

মঙ্গলবার সকাল ১১ টার সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন - অধ্যাপক ড. মোঃ লুৎফর প্যানেল পরিচিতি তুলে ধরা হয়। 

প্যানেলের সভাপতি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দর্শন বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, কোষাধ্যক্ষ একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। 

এছাড়াও এই প্যানেলের সদস্য হিসেবে রয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসাররাত শামীম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিরাজ হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এম. এম. গোলাম আদম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিবেদিতা রায়, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার।

অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন - অধ্যাপক ড. মোঃ লুৎফর প্যানেল এর নির্বাচনী অঙ্গিকারে উচ্চশিক্ষা, উচ্চপদে নিয়োগ, গবেষণা বিষয়ক, চাকুরি বিষয়ক এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে প্রতি গুরুত্ব দেওয়া হয়।

এদিকে দুপুর ২ টায় নীলদলের অপর অংশ নির্বাচনী অঙ্গীকার ও অধ্যাপক মো. আশরাফ-আলম - অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের প্যানেলের পরিচিতি তুলে ধরা হয়। এই প্যানেলের সভাপতি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, সাধারণ সম্পাদক সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের প্যানেলে আরো আছে সহ-সভাপতি হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. শামছুন নাহার, কোষাধ্যক্ষ পদে ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুকুমার বেপারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. আল-আমীন। 

এছাড়াও সদস্য হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম আবদুল্লাহ, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিগার সুলতানা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শহীদুল্লাহ্ তাসফিক, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক শেখ আলমগীর হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. রুমানা তাছমীন, আইন বিভাগের সহকারী মো. মেফতাহুল হাসান, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের প্রভাষক সানজিদা আক্তার তান্নি।

অধ্যাপক মো. আশরাফ-উল-আলম-আলম - অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের প্যানেলের অঙ্গীকারে চাকরি স্থায়ীকরণ, গবেষণা, বিশ্ববিদ্যালয় আইনের অসংগতি দূরীকরণ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিমা নিয়ে মোট ১৭ টি এজেন্ডা ঘোষণা এবং বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/180116/জবি-নীলদলের-দুপক্ষের-উপর্যুপরি-সংবাদ-সম্মেলন