টঙ্গীতে আগুন, ৭ বসতঘর পুড়ে ছাই
বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
টঙ্গীতে আগুন, ৭ বসতঘর পুড়ে ছাই
গাজীপুরের টঙ্গীর শিকদার মার্কেট এলাকায় বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে...
গাজীপুর প্রতিনিধিগাজীপুরের টঙ্গীর শিকদার মার্কেট এলাকায় বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ৭ টি বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।
বুধবার রাত ১০ টার দিকে শিকদার মার্কেটের মোল্লা পাড়া এলাকার জালাল মোল্লার ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় পৌণে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ইকবাল হাসান জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ৩ টি ইউনিট। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আগুনে সাতটি বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180232/টঙ্গীতে-আগুন-৭-বসতঘর-পুড়ে-ছাই