পৌর নির্বাচনে মেয়র পদে চাচা-ভাতিজা-ভাতিজির লড়াই
পৌর নির্বাচনে মেয়র পদে চাচা-ভাতিজা-ভাতিজির লড়াই
বাংলাদেশ
পাবনা প্রতিনিধিপাবনার বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপন চাচা, ভাতিজা-ভাতিজিসহ ৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চাচা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা বর্তমান মেয়র আব্দুল বাতেন এবং ভাতিজা কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড. আসিফ সামস রঞ্জন। তিনি বর্তমান মেয়র আব্দুল বাতেন পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুল হক টুকুর আপন ছোট ভাই। আর এ্যাড. রঞ্জন হলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুল হক টুকুর ছেলে। ভাতিজি সাখিয়া আলম হলেন এ্যাড. শামছুল হক টুকু ও আব্দুল বাতেন এর বড় ভাই মরহুম বদিউল আলমের মেয়ে।
পাবনা জেলা নির্বাচন অফিসার মাহববুবুর রহমান মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বেড়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন, ডাঃ এম এ আউয়াল, ফজলুর রহমান মাসুদ ও মোঃ আব্দুল্লাহ। ১০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
আগামী ৪ নভেম্বর মনোনয়ন পত্র বাছাই আর ১১ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ২৮ নভেম্বর নির্বাচন অনষ্ঠিত হবে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/180112/পৌর-নির্বাচনে-মেয়র-পদে-চাচা-ভাতিজা-ভাতিজির-লড়াই