ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের সময় বাড়লো

শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের সময় বাড়লো

শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের সময় বাড়লো

শিক্ষা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা গ্রহণের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শিক্ষার্থীদের মধ্যে যারা কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি তাদের ৩০ নভেম্বরের মধ্যে ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার, মহাখালীতে টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

টিকা কার্ড ও কলেজ পরিচয়পত্র নিয়ে সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে টিকা কেন্দ্রে যেতে বলা হয়েছে।

যারা টিকা নেবে না, তাদের পরবর্তীতে নিজ দায়িত্বে টিকা নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/180357/শিক্ষার্থীদের-করোনার-টিকা-গ্রহণের-সময়-বাড়লো