জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধিজয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জাফরপুর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, সন্ধ্যায় জাফরপুর রেলস্টেশন এলাকায় অজ্ঞাত এক নারী লাইন পার হচ্ছিলেন। সেসময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি যেহেতু রেল বিভাগের তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই নারীর পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179542/জয়পুরহাটে-ট্রেনের-ধাক্কায়-অজ্ঞাত-নারীর-মৃত্যু