রাণীশংকৈলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

রাণীশংকৈলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

রাণীশংকৈলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় সামিদুল ইসলাম (৩৫) নামে একজন শিক্ষক নিহত...

বাংলাদেশ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় সামিদুল ইসলাম (৩৫) নামে একজন শিক্ষক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সামিদুল ইসলাম উপজেলার কলিগাঁ গ্রামের মৃত তমিজউদদীন মন্ডলের ছেলে এবং রাউতনগড় স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঘটনার দিন সামিদুলের সন্তানকে বিড়াল আঁচড় দিলে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ভ্যাকসিন নিতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যান। ভ্যাকসিন নিয়ে ফিরে আসার পথে সদর উপজেলার ভাউলার হাট নামক স্থানে একটি পাগলু গাড়ীর সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সামিদুল গুরুতর আহত হন।

দ্রুত উদ্ধার করে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179109/রাণীশংকৈলে-মোটরসাইকেল-দুর্ঘটনায়-শিক্ষক-নিহত