নগরকান্দায় ৫১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
নগরকান্দায় ৫১ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৯টি ইউপিতে ৫১ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বাংলাদেশ
ফরিদপুর প্রতিনিধিফরিদপুরের নগরকান্দা উপজেলার ৯টি ইউপিতে ৫১ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৯ জন, জাকেরপার্টি ও সতন্ত্র প্রার্থী মিলে ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস জানিয়েছেন।
চেয়ারম্যান প্রাথীরা হলেন, তালমা ইউনিয়নে, মো. কামাল হোসেন, দেলোয়ারা বেগম, মো. মহসিন উদ্দিন, রনজিৎ কুমার মন্ডল, মো. খায়রুজ্জামান, মাহবুবুর রহমান কবির, এস, এম, নাহিদুজ্জামান প্রিন্স, মো. মুজিবুর রহমান।
শহীদনগর ইউনিয়নে- মো. রফিকুজ্জামান অনু, মোহাম্মদ ইমাম-উল-ইসলাম, খোন্দকার জাকির হোসেন নিলু, মো. হায়াত আলী।
কাইচাইল ইউনিয়নে- মো. কবির হোসেন, জিয়া সিকদার, মো. মোস্তফা খাঁন।
ডাঙ্গী ইউনিয়নে- কাজী আবুল কালাম, মুরাদ হোসেন, মো. আলমগীর সেক, সরদার সাইফুজ্জামান বুলবুল।
পুরাপাড়া ইউনিয়নে- মো. আতাউর রহমান, মো. বেলায়েত হোসেন মিয়া।
লস্করদিয়া ইউনিয়নে- হাবিবুর রহমান বাবুল, মো. শামসুল আলম পটু, মো. লুৎফর রহমান কামাল, মোসা. শামিমা আক্তার, মোহাম্মদ শওকত আলী শরীফ, মো. ছাদেকুর রহমান, মো. এসকেন্দার মাতুব্বর, মো. আইয়ুব মুন্সী, সাইফুল আলম রানা।
চরযশোরদী ইউনিয়নে- আরিফুর রহমান, মো. কামরুজ্জামান, খোন্দকার ওহিদুল বারী, মো. দেলোয়ার হোসেন বিশ্বাস, মো. মুঈদ হাসান খাঁন, মোহাম্মদ রেজাউল আলম মিয়া।
ফুলসুতী ইউনিয়নে- খন্দকার তৌহিদুর রহমান টিটো, মো. আরিফ হোসেন, মো. নাহিদ হাসান শওকত, মো. মনিরুজ্জামান মিয়া।
রামনগর ইউনিয়নে- আ. কুদ্দুস ফকির, আব্দুস ছত্তার খাঁন, মো. আকমান সেক, মজিদ ফকির, মোশারেফ হোসেন, মো. কাইমদ্দিন মন্ডল, মো. জাকির ফকির, মোসা. কুইন আক্তার, মোসা. সেলিনা বেগম, মো. মান্দার ফকির, মোহাম্মদ ইউনুছ আলী শেখ।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/178564/নগরকান্দায়-৫১-চেয়ারম্যান-প্রার্থীর-মনোনয়নপত্র-দাখিল