নরসিংদীতে সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ২ ও নারীসহ আহত ৩০
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
নরসিংদীতে সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ২ ও নারীসহ আহত ৩০
নরসিংদীর রায়পুরার কাচারিকান্দিতে আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকনরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত হয়েছেন দুই জন। এছাড়াও এ ঘটনায় নারীসহ আরও ৩০ জন আহত হয়েছেন। আহতদের রায়পুরা ও ভৈরব উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার হিরণ মিয়া (৪৮), সাজিব (২০)।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ছোট শাহ আলম পক্ষের দুই যুবকের মৃত্যু হয়। এসময় গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে ৩০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179438/নরসিংদীতে-সংঘর্ষ-ও-গোলাগুলি-নিহত-২-ও-নারীসহ-আহত-৩০