পীরগঞ্জে যুবলীগের শান্তি ও সম্প্রীতির মিছিল
বুধবার, ২০ অক্টোবর, ২০২১
পীরগঞ্জে যুবলীগের শান্তি ও সম্প্রীতির মিছিল
ঠাকুরগাঁও প্রতিনিধিঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শান্তি ও সম্প্রীতির মিছিল করেছে যুবলীগ।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল, সহসভাপতি আব্দুল জলিল জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ বদরুল হাসান সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেয়।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/178560/পীরগঞ্জে-যুবলীগের-শান্তি-ও-সম্প্রীতির-মিছিল