রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৭২
মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৭২
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদকরাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এসব তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার ৭২ জনের কাছ থেকে ১৬৭ গ্রাম ১৩ পুরিয়া হেরোইন, ৭ হাজার ২৩৭ পিস ইয়াবা, ৬২ কেজি ৮৩৩ গ্রাম পুরিয়া ৩০ গাঁজা ও ৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/ওএফ
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179233/রাজধানীতে-মাদকবিরোধী-অভিযান-গ্রেপ্তার-৭২