কুয়েত আওয়ামী লীগ সভাপতি আতাউলের শারীরিক অবস্থার উন্নতি
শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
কুয়েত আওয়ামী লীগ সভাপতি আতাউলের শারীরিক অবস্থার উন্নতি
কুয়েত প্রতিনিধিকুয়েত আওয়ামী লীগের সভাপতি ও কমিউনিটি নেতা আতাউল গনি মামুনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। গত ৮ অক্টোবর বিকেলে তার মাইন্ড স্ট্রোক হয়। এরপর থেকে তিনি স্থানীয় মোবারক আল কাবীর হাসপাতালে ভর্তি আছেন।
বৃহস্পতিবার আতাউল গনিকে দেখতে কুয়েতের বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহ-সভাপতি শরীফ মিজান, যুগ্ম সম্পাদক সাদেক রিপন হাসপাতালে যান। হাসপাতাল থেকে ফিরে ঢাকা পোস্টকে তারা আতাউল গনির শারীরিক অবস্থা সম্পর্কে জানান।
চিকিৎসকের বরাত দিয়ে তারা জানিয়েছেন, বর্তমানে আতাউল গনি মামুনের শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে।
আতাউল গনির সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ হয়ে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল / এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/emigration/177992/কুয়েত-আওয়ামী-লীগ-সভাপতি-আতাউলের-শারীরিক-অবস্থার-উন্নতি