কুমিল্লায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
কুমিল্লায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী স্বামী ও স্ত্রী নিহত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার বুড়িচং উপজেলায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ময়নামতি এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আদর্শ সদর উপজেলার রত্নবতী গ্রামের আবু সাইদ ও তার স্ত্রী রুমি আক্তার।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেটগামী তিশা গোল্ডেন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুমির মৃত্যু হয়। আহত অবস্থায় সাইদকে ময়নামতি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাস ও অটোরিকশার অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বাংলাদেশ জার্নাল/আর
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/178207/কুমিল্লায়-বাসের-ধাক্কায়-স্বামী-স্ত্রী-নিহত