ময়মনসিংহ মেডিকেলে একদিনে তিনজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে একদিনে তিনজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে একদিনে তিনজনের মৃত্যু

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন।

বাংলাদেশ

ময়মনসিংহ প্রতিনিধি

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহিদা বেগম (৪৫), ঈশ্বরগঞ্জের নুর হোসেন (৮০) ও নেত্রকোনার বারহাট্টার জাহেরা খাতুন (১০০)।

রোববার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৮ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৪ নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179759/ময়মনসিংহ-মেডিকেলে-একদিনে-তিনজনের-মৃত্যু