বাউফলে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার
বাউফলে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার
গোফরান পলাশ, পটুয়াখালী প্রতিনিধিপটুয়াখালীর বাউফলে নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার রাতে শিশুটিকে বাউফল উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বুধবার রাতেই শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ডিয়ারা কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজ (১৬) একই গ্রামের দুলাল খানের ছেলে।
ভিকটিমের মা কুলসুমা বলেন, মিরাজ আমার ফুফাতো ভাইয়ের ছেলে। সন্ধ্যায় সে আমার মেয়েকে ডেকে নিয়ে হাতে ১০ টাকা দেয়। এরপর ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার সময় এক প্রতিবেশী দেখে চিৎকার করলে মিরাজ তাকে মারধর করে।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, বুধবার রাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা বলেন, ধর্ষণের শিকার শিশুটির মা আমাকে বিষয়টি জানিয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179544/বাউফলে-৯-বছরের-শিশু-ধর্ষণের-শিকার