স্ত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে জিডি

স্ত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে জিডি

স্ত্রীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগে জিডি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারীরিক নির্যাতন, প্রাণে মেরে ফেলার হুমকি ও নিজ বাড়িতে ঢুকতে না দেয়ার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন স্বামী।

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শারীরিক নির্যাতন, প্রাণে মেরে ফেলার হুমকি ও নিজ বাড়িতে ঢুকতে না দেয়ার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন স্বামী। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন এই সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ১৩ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। গত পাঁচ বছর ধরে তার স্ত্রী ইচ্ছেমতো চলাফেরা করছিল। এতে বাধা দিলে তার সঙ্গে খারাপ আচরণের পাশাপাশি শারীরিক নির্যাতন করে আসছিল স্ত্রী। সম্প্রতি দেলায়ার হোসেনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন তার স্ত্রী। তাকে বাড়িতেও ঢুকতে দিচ্ছেন না।

এতে ভীত হয়ে দেলোয়ার হোসেন তার স্ত্রীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রেজা বলেন, দেলোয়ার হোসেন নির্যাতন ও হুমকির অভিযোগ এনে তার স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179750/স্ত্রীর-বিরুদ্ধে-শারীরিক-নির্যাতনের-অভিযোগে-জিডি