ইয়েমেনে ৭২ ঘণ্টায় ২৬৪ বিদ্রোহীকে হত্যা
সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
ইয়েমেনে ৭২ ঘণ্টায় ২৬৪ বিদ্রোহীকে হত্যা
ইয়েমেনে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে দেশটিতে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট..
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কইয়েমেনে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে দেশটিতে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট। খবর এএফপি’র।
রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের কৌশলগত শহর মারিবের আশেপাশে অভিযান চালিয়ে বিদ্রোহীদের হত্যা করা হয়।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোটের ৭২ ঘণ্টার হামলায় মারিবের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে আল-জাওবা ও উত্তর-পশ্চিমের আল-কাসারা শহরে ৩৬টি সামরিক যানবাহন ধ্বংস ও ২৬৪ জনেরও বেশি হুথি বিদ্রোহী যোদ্ধা নিহত হোন।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/179117/ইয়েমেনে-৭২-ঘণ্টায়-২৬৪-বিদ্রোহীকে-হত্যা