-->
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, ঘোড়াঘাটে যুবক আটক

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, ঘোড়াঘাটে যুবক আটক

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, ঘোড়াঘাটে যুবক আটক

বাংলাদেশ

হিলি প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও সরকার বিরোধী ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে রুবেল মিয়া (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল মিয়া উপজেলার কানাগাড়ি এলাকার মৃত গোফফার প্রধানের ছেলে। 

বুধবার ভোরে ওই যুবককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা করেন। 

গ্রেপ্তারের পর বুধবার বিকেলে তাকে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির জানান, রুবেল তার ফেইসবুক আইডি থেকে উস্কানিমূলক বক্তব্য, সরকার বিরোধী ও  প্রধানমন্ত্রীর বিকৃত ছবির পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের সভাপতি থানায় মামলা দ্বায়ের করলে পুলিশের একটি টিম ভোরে নিজ বাড়ি থেকে ওই যুবকে গ্রেপ্তার করে। 

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/178665/প্রধানমন্ত্রীর-ছবি-বিকৃত-করে-ফেসবুকে-পোস্ট-ঘোড়াঘাটে-যুবক-আটক