ঝিনাইদহে ভোক্তা অধিকারের সহকারি পরিচালকের বিচারের দাবি
ঝিনাইদহে ভোক্তা অধিকারের সহকারি পরিচালকের বিচারের দাবি
বাংলাদেশ
ঝিনাইদহ প্রতিনিধিজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারি পরিচালক সুচন্দন মন্ডলের ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর ম্মারক লিপি প্রদান করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের হাতে ম্মারক লিপি তুলে দেন তারা।
এ সময় ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মোঃ নাসিম উদ্দীন, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শ্রী সুশীল সরকার, জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দাউদ হোসেন, তেল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, হোটেল রেস্তোরা মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য সুব্রত ঘোষ, পরিবেশক সমিতির সুব্রত সাধু খাঁ সহ অনেকে।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে জরিমানার অজুহাতে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের ডেকে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দিয়ে মোটা টাকা আদায় করছেন মর্মে অভিযোগ করেন নেতৃবৃন্দ।
তারা আরো অভিযোগ করেছেন ইতোমধ্যে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান অন্যায় ভাবে বন্ধ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে নিজেকে ম্যাজিষ্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে ওই কর্মকর্তা ব্যবসায়ীদের গ্রেপ্তার করার ভয় দেখিয়ে থাকেন। গালমন্দ হুমকি-ধামকিতে অতিষ্ট জেলার ব্যবসায়ী সমাজ। ওই (ভোক্তা) কর্মকর্তার অপকর্ম এবং দুর্নীতির বিচার ও শাস্তির দাবি জানান তারা। অন্যথায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাজপথে নামতে বাধ্য হবেন মর্মে ম্মারক লিপিতে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা।
সুচন্দন মন্ডল ২০১৭সালের ১৭ জুলাই ঝিনাইদহে যোগদানের পর থেকেই জেলার ৬টি উপজেলার ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
উল্লেখ্য গত শনিবার ওই কর্মকর্তার অপকর্ম দুর্নীতির তদন্ত, বিচার ও শাস্তিমুলক বদলীর দাবিতে মানববন্ধন এবং ঝিনাইদহ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179435/ঝিনাইদহে-ভোক্তা-অধিকারের-সহকারি-পরিচালকের-বিচারের-দাবি