মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে মসিক মেয়র
মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে মসিক মেয়র
বাংলাদেশ
ময়মনসিংহ প্রতিনিধিশারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ সিটির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু। এ সময় তিনি পূজামণ্ডপের খোঁজখবর নেন এবং কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
দুর্গাবাড়ী আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী ধর্মসভা পরিদর্শনকালে মেয়র বলেন, বাংলার মাটি আপনার আমার সকলের। আমাদের পরিচয় আমরা বাঙালি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় অর্জিত বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ কোনভাবে ক্ষুন্ন না হয় সে বিষয়ে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
এ সময় মেয়র মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করতে আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলেই সব ধর্ম-বর্ণের মানুষ ভালো থাকবে।
এ সময় দুর্গাবাড়ী ধর্মসভার সভাপতি প্রফেসর বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শংকর সাহা সহ পূজা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মেয়র পন্ডিতবাড়ী মন্দির, শিববাড়ী পূজামণ্ডপ, দশভুজা মন্দির, হরিজন পল্লী পূজামণ্ডপ সহ শহরজুড়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। মেয়রের পক্ষে সিটির ৮৩ টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়।
পরিদর্শনকালে মেয়রের সঙ্গে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল আলম, ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ কামাল খান, ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহানগর শাখার যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল মিন্টু, মোঃ শেখ মাসুম, ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবদুল্লাহ আল মামুন আরিফ, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক মোঃ নওশেল আহমেদ অনি, যুগ্ম আহবায়ক মোঃ শাহিন আলম,জেলা ছাত্রলীগের সহ- সভাপতি অমিত সাহা,ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দসহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/177982/মহানবমীতে-পূজামণ্ডপ-পরিদর্শনে-মসিক-মেয়র