ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
বিশ্বসেরা গবেষকদের তালিকায় দেশের ১৭৮৮ গবেষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় দেশের ১৭৮৮ গবেষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় দেশের ১৭৮৮ গবেষক

অনলাইন ডেস্ক

সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্বসেরা গবেষকদের র‍্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় দেশের মোট এক হাজার ৭৮৮ জন গবেষক স্থান পেয়েছেন। 

যার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭ জন, হাবিপ্রবির ১৩ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ জন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষকও রয়েছেন। 

এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্বের ২০৬টি দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের ৭ লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন। 

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/education/177610/বিশ্বসেরা-গবেষকদের-তালিকায়-দেশের-১৭৮৮-গবেষক