বিশ্বসেরা গবেষকদের তালিকায় দেশের ১৭৮৮ গবেষক
বিশ্বসেরা গবেষকদের তালিকায় দেশের ১৭৮৮ গবেষক
অনলাইন ডেস্কসম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্বসেরা গবেষকদের র্যাংকিংয়ের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় দেশের মোট এক হাজার ৭৮৮ জন গবেষক স্থান পেয়েছেন।
যার মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭ জন, হাবিপ্রবির ১৩ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ জন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৪ জন শিক্ষকও রয়েছেন।
এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্বের ২০৬টি দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের ৭ লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করেছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।
সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করেছে।
বাংলাদেশ জার্নাল/এএম
from BD-JOURNAL https://www.bd-journal.com/education/177610/বিশ্বসেরা-গবেষকদের-তালিকায়-দেশের-১৭৮৮-গবেষক