হাজতের গ্রিল ভেঙে পালালেন আসামি, দুই পুলিশ প্রত্যাহার
বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
হাজতের গ্রিল ভেঙে পালালেন আসামি, দুই পুলিশ প্রত্যাহার
দিনাজপুরের পার্বতীপুরে থানা হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়েছে ওয়ারেন্টভুক্ত এক আসামি। এ ঘটনায় দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) কে বি এম শাহারিয়ার ও পুলিশ সদস্য সাবিনা ইয়াছমিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ
দিনাজপুর প্রতিনিধিদিনাজপুরের পার্বতীপুরে থানা হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়েছে ওয়ারেন্টভুক্ত এক আসামি। এ ঘটনায় দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) কে বি এম শাহারিয়ার ও পুলিশ সদস্য সাবিনা ইয়াছমিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় এক আসামি।
এ ঘটনার পর দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ জার্নাল/এমজে
from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/179321/হাজতের-গ্রিল-ভেঙে-পালালেন-আসামি-দুই-পুলিশ-প্রত্যাহার