আ.লীগসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

আ.লীগসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

আ.লীগসহ তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঋণ খেলাপীর দায়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ কে এম নুরুল আমিন মাস্টারসহ(নৌকা প্রতীক) তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকিরা হলেন- চর কাদিরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হোসেন আহাম্মদ হাওলাদার ও চরমার্টিন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবিএম বাবুল মুন্সি। 

    বৃহস্পতিবার (২১অক্টোবর) রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী তাদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।   এ ছাড়াও ঋণ খেলাপীর দায়ে চর মার্টিন ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডের মো. মালেক ও ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর উপজেলার ৩ ইউনিয়ন ও রামগতির এক ইউনিয়নসহ জেলার ৪ ইউপি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ জার্নাল/এএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/politics/178777/আ.লীগসহ-তিন-চেয়ারম্যান-প্রার্থীর-মনোনয়ন-বাতিল