ওয়েবসাইট উন্নয়নের কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত...
দেয়াল ধসে শিশুর মৃত্যু

দেয়াল ধসে শিশুর মৃত্যু

দেয়াল ধসে শিশুর মৃত্যু

রংপুরের কাউনিয়ায় ঘরের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার হারাগাছের সারাই ইউনিয়নের খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ঘরের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার হারাগাছের সারাই ইউনিয়নের খানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

দুই বছর বয়সী আয়শা সিদ্দিকা স্কুলশিক্ষক নুরুল ইসলামের মেয়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

জানা গেছে, দুই মাস ধরে খানবাড়ি এলাকার একটি পুরাতন বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন নুরুল ইসলাম। রোববার রাতে ঘরের পার্টিশনের দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এ সময় শিশু আয়শা দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়াল ধসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ওএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/177476/দেয়াল-ধসে-শিশুর-মৃত্যু