ঘূর্ণিঝড় 'আইডা' এখন গ্রীস্মের ঝড়ে রূপ নিয়েছে

ঘূর্ণিঝড় 'আইডা' এখন গ্রীস্মের ঝড়ে রূপ নিয়েছে

ঘূর্ণিঝড় 'আইডা' এখন গ্রীস্মের ঝড়ে রূপ নিয়েছে

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

ঘূর্ণিঝড় 'আইডা' বর্তমানে শক্তি হারিয়ে যুক্তরাষ্ট্রে গ্রীস্মমণ্ডলীয় ঝড়ে রূপ নিয়েছে। তবে দেশটির নিউ অরলিন্স ও নিকটবর্তী এলাকায় এখনো তা শক্তিশালী।

হারিকেন সেন্টার জানায়, ঘূর্ণিঝড় 'আইডা' দক্ষিণ পূর্বাঞ্চলীয় লুইজিয়ানা ও দক্ষিণাঞ্চলীয় মিসিসিপিতে নতুন করে বন্যা, সাগরের পানির উচ্চতা বৃদ্ধি এবং ক্ষতিকারক বাতাসের বেগের জন্য দায়ী।

লুইজিয়ানা ও মিসিসিপি মধ্যবর্তী এলাকার ১০ লক্ষের বেশি লোক বিদ্যুৎবিহীন রয়েছেন।

নিউ অরলিন্স এলাকায় বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত কোম্পানি এক বিবৃতিতে জানায় , প্রলয়ংকারী 'আইডা' ঘূর্ণিঝড়ের দাপটে নিউ অরলিন্স এলাকায় বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ৮টি ট্রান্সমিশন এখন অচল। তবে, আমরা এর সমাধান খুঁজছি, আশা করি অতি দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সোমবার নিউ অরলিন্স জরুরি কমিউনিকেশন সেন্টার টুইটারে জানায়, শহরের ৯১১ জরুরি লাইন অকেজো হয়ে গিয়েছে। কোনো জরুরি অবস্থায়, দয়া করে আপনারা নিকটবর্তী ফায়ার স্টেশনে, অথবা নিকটবর্তী অফিসারের কাছে যাবেন। এই সমস্যা সমাধানের পর, পরবর্তী অবস্থা সম্পর্কে জানানো হবে। ভিওএ

বাংলাদেশ জার্নাল/এমজে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/172416/ঘূর্ণিঝড়-আইডা-এখন-গ্রীস্মের-ঝড়ে-রূপ-নিয়েছে