বাড়ি বাড়ি গিয়ে টিকা বিক্রির অভিযোগে স্বাস্থ্যকর্মী বরখাস্ত

বাড়ি বাড়ি গিয়ে টিকা বিক্রির অভিযোগে স্বাস্থ্যকর্মী বরখাস্ত

বাড়ি বাড়ি গিয়ে টিকা বিক্রির অভিযোগে স্বাস্থ্যকর্মী বরখাস্ত

চাঁদপুরে বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকা বিক্রির অভিযোগে ইপিআই পোর্টার জাকির হোসেনকে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বাড়ি বাড়ি গিয়ে করোনা টিকা বিক্রির অভিযোগে ইপিআই পোর্টার জাকির হোসেনকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত জাকির হোসেন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইপিআই পোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পোর্টার (ভ্যাকসিন বাহক) জাকির গত ১৯ আগস্ট মতলব উত্তর উপজেলার মরাদোন গ্রামে ও ২২ আগস্ট ঠাকুরচর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সিনোফার্মার করোনা টিকা বিক্রি করেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ বিষয়টি জানতে পারলে গত ২২ আগস্ট চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহর নির্দেশে এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাইনুল ইসলাম মোনাসকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্তে জাকিরের বিরুদ্ধে ৩১ জনকে সিনোফার্ম করোনার টিকা দেয়ার সত্যতা পায় কমিটি। 

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ডা. নাইমুল ইসলাম মোনাস বলেন, 'প্রাথমিকভাবে জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমাদের তদন্ত অব্যাহত আছে। জাকিরের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, 'ইপিআই পোর্টার জাকির হোসেনের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে জেলা সিভিল সার্জন কার্যালয় ও ডিজি বরাবর চিঠি পাঠিয়েছি।'

'তদন্ত শেষে যদি জাকির হোসেনের সঙ্গে আর কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে,' বলে জানান তিনি।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, 'এত সতর্কতার পরও এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি জানার পরই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে গত ২৬ আগস্ট অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।'

এ বিষয়ে থানায় একটি জিডিও করা হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/172429/বাড়ি-বাড়ি-গিয়ে-টিকা-বিক্রির-অভিযোগে-স্বাস্থ্যকর্মী-বরখাস্ত