মুন্সিগঞ্জে উদ্বোধনের আগেই হেলে পড়ল সেতু

মুন্সিগঞ্জে উদ্বোধনের আগেই হেলে পড়ল সেতু

মুন্সিগঞ্জে উদ্বোধনের আগেই হেলে পড়ল সেতু

মুন্সিগঞ্জে প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু হেলে পড়েছে। উদ্বোধনের আগেই মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে অ্যাপ্রোচ সড়ক বিলীন হয়ে সেতুটি হেলে পড়ল।

বাংলাদেশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু হেলে পড়েছে। উদ্বোধনের আগেই মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে অ্যাপ্রোচ সড়ক বিলীন হয়ে সেতুটি হেলে পড়ল। 

স্থানীয়রা জানান, নির্মাণের পরপরই গত বছর বন্যার পানিতে সেতুটিতে ভাঙন ধরে। ধীরে ধীরে অ্যাপ্রোচ সড়ক বিলীন হয়ে যায়। শুষ্ক মৌসুমে সেতুর পাশ দিয়ে যাতায়াত করা গেলেও বর্ষাকালে তা সম্ভব হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার চরাঞ্চলের প্রায় ২০টি গ্রামের মানুষ।

এ বিষয়ে হাসাইল বানারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার বলেন, সংলগ্ন সড়ক ও সেতুটি হেলে পড়ায় চরাঞ্চলের মানুষের খুবই কষ্ট হচ্ছে। ঠিকাদার কীভাবে কাজ করেছেন, সে বিষয়ে আমি জানি না।

টঙ্গীবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাজেদা সরকার বলেন, সেতুটি কাত হয়ে পড়েছে শুনে ঠিকাদারকে সব বিল এখনও দেওয়া হয়নি। বিষয়টি উপর মহলকে অবহিত করা হয়েছে। তারা এখনো সিদ্ধান্ত দেয়নি।

সেতু হেলে পড়ার বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সেতুর দুপাশের অ্যাপ্রোচ সড়ক সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। কাজও শুরু হয়েছিল। কিন্তু বর্ষা শুরু হওয়ায় কাজ আপাতত বন্ধ রয়েছে। বর্ষা শেষ হলে আবারও সংস্কার কাজ শুরু হবে।  

বাংলাদেশ জার্নাল/ওএফ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/168884/মুন্সিগঞ্জে-উদ্বোধনের-আগেই-হেলে-পড়ল-সেতু