ভারতে প্রবেশের সময় জীবননগর সীমান্তে ৯ বাংলাদেশি আটক

ভারতে প্রবেশের সময় জীবননগর সীমান্তে ৯ বাংলাদেশি আটক

ভারতে প্রবেশের সময় জীবননগর সীমান্তে ৯ বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি...

বাংলাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার বেলা ১২টার দিকে বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার সরনখোলা থানার হোন্দাঘাট গ্রামের সোলেমান খান (৪২), পশ্চিম খাদা গ্রামের সবুর খান (২৩), পূর্ব খুস্তাকাটা গ্রামের সালমা বেগম (৩০), যশোর জেলার ঝিকরগাছা থানার আমিনী গ্রামের ইমন হোসেন (১৯), বাঘারপাড়া থানার মাইঝালী গ্রামের মোজাম্মেল হোসেন (৪০), ফরিদপুর জেলার সালতা থানার ফুলবাড়িয়া গ্রামের রোমা শেখ (১৮), একই গ্রামের অন্তরা শেখ (১৮), শরীয়তপুর জেলার পালং থানার চরযাদবপুর গ্রামের এনায়েত হোসেন (৩৮) এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ছোটঘাটপাড়া গ্রামের সোহাগী (৩০)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিন বেনীপুর বিওপির সদস্যরা মঙ্গলবার বেলা ১০টার সময় জীবননগর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে আটপিকা নামক স্থানে অভিযান চালিয়ে ওই ৯ জনকে আটক করে। তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাচ্ছিল।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/165111/ভারতে-প্রবেশের-সময়-জীবননগর-সীমান্তে-৯-বাংলাদেশি-আটক