জুনে ১০ কোটি টিকা আনছে সেরাম
জুনে ১০ কোটি টিকা আনছে সেরাম
করোনা পরিস্থিতিতে টিকা নিয়ে ভারতে আকাল অবস্থা। দেশটির এই সংকটকালে আগামী জুন মাসের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকা টিকার (কোভিশিল্ড) ১০ কোটি ডোজ সরবরাহ করতে পারবে সেরাম ইনস্টিটিউট।
আন্তর্জাতিক
জার্নাল ডেস্ককরোনা পরিস্থিতিতে টিকা নিয়ে ভারতে আকাল অবস্থা। দেশটির এই সংকটকালে আগামী জুন মাসের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকা টিকার (কোভিশিল্ড) ১০ কোটি ডোজ সরবরাহ করতে পারবে সেরাম ইনস্টিটিউট।
ভারত সরকারকে এক চিঠিতে সেরাম এ কথা জানায়।
চিঠিতে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, জুনে আমরা ৯ থেকে ১০ কোটি ডোজ কোভিশিল্ড টিকা উৎপাদন ও সরবরাহ করতে পারব। মে মাসে আমাদের সক্ষমতা ছিল সাড়ে ছয় কোটি ডোজ।’
চিঠিতে সেরাম ইনস্টিটিউটের গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স পরিচালক প্রকাশ কুমার ‘মূল্যবান নির্দেশনা ও ক্রমাগত সমর্থনের’ জন্য অমিত শাহকে ধন্যবাদ জানান। তিনি বলেছেন, ‘ভারতের সেরাম ইনস্টিটিউট কোভিড-১৯ থেকে দেশ এবং বিশ্বের নাগরিকদের সুরক্ষা সম্পর্কে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
ভারতে পর্যাপ্ত ভ্যাকসিন না পাওয়ার কারণে অনেক রাজ্যে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দেশটিতে সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকার পাশাপাশি ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকার প্রয়োগ চলছে। এ ছাড়া দেশটিতে রাশিয়ার স্পুতনিক-ভি টিকাটিও জরুরি ব্যবহারের জন্য নিয়ন্ত্রকদের অনুমোদন পেয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমএস
from BD-JOURNAL https://www.bd-journal.com/international/161568/জুনে-১০-কোটি-টিকা-আনছে-সেরাম