ভারতে আরো ৩১২৮ জনের মৃত্যু

ভারতে আরো ৩১২৮ জনের মৃত্যু

ভারতে আরো ৩১২৮ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে তিন হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে এক লাখ ৫২ হাজার রোগী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে তিন হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে এক লাখ ৫২ হাজার রোগী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

সোমবার ভারত সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ১৩ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৫৩৪ জনে।

ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ১০০ জনে। এখন পর্যন্ত ২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৯৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ৫২৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনা আতঙ্কের মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাসের মতো নতুন নতুন রোগ আরও বেশি আতঙ্ক ও উদ্বেগ ছড়াচ্ছে।

আরো পড়ুন- করোনায় মৃত্যু সাড়ে ৩৫ লাখ ছাড়াল

বাংলাদেশ জার্নাল/এমএস

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/161574/ভারতে-আরো-৩১২৮-জনের-মৃত্যু