মোদি সরকারের ব্যর্থতা তুলে ধরলো সি-ভোটার সমীক্ষা

মোদি সরকারের ব্যর্থতা তুলে ধরলো সি-ভোটার সমীক্ষা

মোদি সরকারের ব্যর্থতা তুলে ধরলো সি-ভোটার সমীক্ষা

করোনার ভ্যাকসিন নিয়ে সমীক্ষায় দেশের ৪৪.৯ শতাংশ মানুষ বলছেন, মোদি সরকার ভ্যাকসিন পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছে। অন্যদিকে ৪৩.৯ শতাংশ মানুষ বলছেন, দেশে ভ্যাকসিন ম্যানেজমেন্ট উপযুক্ত নয়।

আন্তর্জাতিক

ভারতে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে মোদি সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেছে সি-ভোটার সমীক্ষা। সমীক্ষায় মোদির সব থেকে বড় ব্যর্থতা হলো- অনিয়ন্ত্রিত মহামারি করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর ক্ষেত্রেই। এরপর উঠে এসেছে ভারতের কৃষি আইন, ২০২১ সালে করোনার ভয়াবহ সময়কালে কুম্ভ মেলা।

এই প্রসঙ্গে দেশের ৪১.১ শতাংশ মানুষ বলছেন, মোদি সরকারের সব থেকে বড় ব্যর্থতা হলো করোনার দ্বিতীয় ঢেউকে মোকাবিলা করার পদ্ধতি।

করোনার সঙ্কটকালীন মুহূর্তে দেশের ৫২ শতাংশ মানুষ দাবি করেছেন, লকডাউনের সময় তাদের কাছে সাহায্য এসে পৌঁছায়নি। তবে ৫৩.৪ শতাংশ মানুষ মনে করেন, ২০২০ সালের মতো ২০২১ সালে ‘লকডাউন’ দেশবাসীর উপর চাপিয়ে না দিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

করোনার ভ্যাকসিন নিয়ে সমীক্ষায় দেশের ৪৪.৯ শতাংশ মানুষ বলছেন, মোদি সরকার ভ্যাকসিন পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছে। অন্যদিকে ৪৩.৯ শতাংশ মানুষ বলছেন, দেশে ভ্যাকসিন ম্যানেজমেন্ট উপযুক্ত নয়।

দেশের কৃষি আইন নিয়েও বেশিরভাগ মানুষ মোদি সরকারের উপর সন্তুষ্ট নয় তাও সমীক্ষায় ফুটে উঠেছে। তবে রাজনৈতিক মহল মনে করছেন, সামনে ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তারপর ২০২৪ সালে লোকসভা নির্বাচন। সেখানে মোদি সরকারের ব্যর্থতার খতিয়ান বিপাকে ফেলতে পারে বিজেপিকে।

সমীক্ষায় দেশের ৬৪.৪ শতাংশ মানুষ মনে করেন, মোদি সরকার সব থেকে বেশি লাভবান হয়েছে দেশের কর্পোরেট সেক্টর থেকে। এ কারণে কৃষক আইন অনেকটাই সমালোচনার মুখে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে।

অন্যদিকে সমীক্ষায় উঠে এসেছে লাদাখে চীনের আগ্রাসন ও দখলদারি নিয়ে চীনের রক্তচক্ষুর সামনে ভারতের অবস্থানে সন্তুষ্ট নন অনেকেই। এই ইস্যুতে দেশের ৪৪.৮ শতাংশ মানুষ মনে করেন, এ কারণে ভারতের কেন্দ্রীয় সরকার অনেকটাই ব্যাকফুটে রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/161578/মোদি-সরকারের-ব্যর্থতা-তুলে-ধরলো-সি-ভোটার-সমীক্ষা