ক্ষুব্ধ ডমিঙ্গো

ক্ষুব্ধ ডমিঙ্গো

ক্ষুব্ধ ডমিঙ্গো

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচ শেষে ফলাফলের চেয়ে বেশি আলোচনায় মাঠে আম্পায়ারদের অদ্ভুতুড়ে ব্যবহার।

জার্নাল ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচ শেষে ফলাফলের চেয়ে বেশি আলোচনায় মাঠে আম্পায়ারদের অদ্ভুতুড়ে ব্যবহার। এ কারণেই ক্ষুব্ধ টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমার জানা মতে এই ঘটনা এবারই প্রথম ঘটল আমার সামনে। এমন একটা ম্যাচ হলো, যেখানে ব্যাটসম্যানরা জানে না তারা কত রান তাড়া করতে নামছে। আমাদের কোনো ধারণা ছিল না, পাওয়া-প্লেতে কত রান নিতে হবে। ব্যাপারটা মোটেই ভালো ছিল না।’

উল্লেখ্য, মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সময় লিটন দাস ও নাইম শেখ তথা গোটা বাংলাদেশ দল জানত জিততে হলে ১৬ ওভারে করতে হবে ১৪৮ রান। আর ব্যাটিংয়ে নামার পরে জানতে পারেন ১৭১। খানিকবাদে সেটাও বদলে যায়! নতুন লক্ষ্য নির্ধারিত হয় ১৭০।

ম্যাচের লক্ষ্যে বারবার পরিবর্তনের কারণেই নিদারুণ হতাশ এবং অসন্তুষ্ট টাইগার হেড কোচ।

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/sports/cricket/154935/ক্ষুব্ধ-ডমিঙ্গো