দেহরক্ষীর গুলিতে এমএন লারমার কর্মী নিহত

দেহরক্ষীর গুলিতে এমএন লারমার কর্মী নিহত

দেহরক্ষীর গুলিতে এমএন লারমার কর্মী নিহত

দেহরক্ষীর গুলিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়া গ্রামে জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মী বিশ্বমিত্র চাকমা ওরফে যুদ্ধ চাকমা (৩২) নিহত হয়েছেন।

বাংলাদেশ

রাঙামাটি প্রতিনিধি

দেহরক্ষীর গুলিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়া গ্রামে জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মী বিশ্বমিত্র চাকমা ওরফে যুদ্ধ চাকমা (৩২) নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ২টার দিকে জনসংহতি সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কাছে বাবুপাড়ায় জনসংহতি সমিতির কার্যালয়ে ঘুমিয়ে ছিলেন বিশ্বমিত্র চাকমা। রাত ২টার দিকে দেহরক্ষী সুজন চাকমা বিশ্বমিত্রকে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে অস্ত্র ও গুলি নিয়ে পালিয়ে যান সুজন।

নিহত বিশ্বমিত্র চাকমার বাড়ি একই উপজেলা বঙ্গলতলী ইউনিয়নের হাগলাছড়া গ্রামে। খবর পেয়ে বুধবার ভোরে পুলিশ ও বিজিবির সদস্যরা লাশ উদ্ধার করেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 

বাংলাদেশ জার্নাল/কেআই

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/154937/দেহরক্ষীর-গুলিতে-এমএন-লারমার-কর্মী-নিহত