একদিনে আক্রান্ত প্রায় ৫ লাখ

একদিনে আক্রান্ত প্রায় ৫ লাখ

একদিনে আক্রান্ত প্রায় ৫ লাখ

২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান শুরু হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাসটি। প্রতিদিন হাজারো মানুষ মারা যাচ্ছে। সংক্রমিতের তালিকাটাও প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। তবে, সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গত একদিনে সারাবিশ্বে সংক্রমিত মানুষের তালিকাতে নতুন করে যোগ হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৯৫২ জনের নাম। মৃত্যুর সারিতেও যোগ হয়েছে ১২ হাজার ৪৬৭ জনের নাম।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রোববার (৩১ জানুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৩‌১ লাখ ৩৫ হাজার ০০৭ জন। মোট মারা গেছেন ২২ লাখ ২৯ হাজার ৪৫৬ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৪৪৯ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৩৮১ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ৯১ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩১২ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন। মারা গেছেন ২ লাখ ২৩ হাজার ৯৭১ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান শুরু হয়েছে।

আরো পড়ুন

মৃত্যুর সারিতে ২২ লাখ মানুষ​

করোনা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

নতুন শনাক্ত ৪৫৪, মৃত্যু ৭​

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/148193/একদিনে-আক্রান্ত-প্রায়-৫-লাখ