বছরের শেষ দিনে মৃত্যুর রেকর্ড

বছরের শেষ দিনে মৃত্যুর রেকর্ড

বছরের শেষ দিনে মৃত্যুর রেকর্ড

গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ৯১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৪৪ জনের।

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাসটি। উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ৯১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৪৪ জনের।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ১১৯ জন, মোট মারা গেছেন ১৮ লাখ ১২ হাজার ১৪৯ জন।

এদিকে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। এখন পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ কোটি ৮৮ লাখ ৬৮ হাজার ৯৬১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ১৬ হাজার ৯৯১। মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ৭৭৮ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৬৭ হাজার ২৮৩ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ১৯ হাজার ৯৭০। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৩ হাজার ৯৪০ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

আরো পড়ুন

শনাক্ত ছাড়াল ৮ কোটি ১৬ লাখ

বিশ্বে মৃতের সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/144578/বছরের-শেষ-দিনে-মৃত্যুর-রেকর্ড