৩১ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

৩১ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

৩১ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

জার্নাল ডেস্ক

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ ৩১ অক্টোবর ২০২০, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮৯১ - জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি প্রাণহানি ঘটে। ১৯১৪ - কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক। ১৯১৮ - যুক্তরাষ্ট্র আর জাপানের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি পরিসংখ্যাণ অনুযায়ী, সারা বিশ্বে সে বছরে ব্যাপক ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। ১৯১৮ - অষ্ট্রিয়ায় বিপ্লব বাঁধে। অষ্ট্রিয়ার বিপ্লবী জনগণ অষ্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। অষ্ট্রিয়ার রাজা রাজধানী ত্যাগ করতে বাধ্য হন। রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রিরা বিরাটাকারের মিছিলের আয়োজন করেন। ১৯২০ - ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ১৯৩৬ - কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়। ১৯৪০ - ব্রিটেনের যুদ্ধ শেষ হয়। ১৯৫৮ - প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরষ্কার প্রত্যাখ্যান করেন। ১৯৬৬ - বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন। ১৯৭২ - ঢাকায় মেজর (অবঃ) এম এ জলিল এবং আসম রবের নেতৃত্ব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ) গঠিত। ১৯৮০ - লন্ডনের ইভনিং নিউজ পত্রিকায় ‘বিদায় লন্ডন’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকার বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভুতপূর্ব আথির্ক সংকটে পড়ে।

১৯৮৪ - নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

১৯৮৮ - চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুকের চাঞ্চল্য সৃষ্টি করেন। ১৯৯০ - ঢাকা শহরে সম্প্রদায়িক দাঙ্গা-কারফিউ জারি হয়। ১৯৯৪ - চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৪ - রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনে আমার দেশ এবং এনটিভি, আরটিভিসহ বেশ কয়েকটি মিডিয়া হাউজ ছিল।

জন্ম: ১৪৪৮ -  জন অষ্টম পালাইওলগস, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট। ১৮৩৫ -  এডলফ ভন বাইয়ের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ। ১৮৭৫ -  সর্দার বল্লভভাই পটেল, তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তাকে ভারতের লৌহমানব বলা হয়। ১৭৯৫ - ইংরেজ কবি জন কিটস। ১৮২৮ - রসায়নবিদ ও বিদ্যুত বাতির উদ্ভাবক জোসেফ শোয়ান।

১৮৮৭ - চীনের রাষ্ট্রনায়ক চিয়াং কাইশেক। ১৮৯৫ -  বি. এইচ. লিডডেল্‌হার্ট, তিনি ছিলেন ইংরেজ সৈনিক, ইতিহাসবিদ ও তাত্তিক। ১৯২৫ -  জন পোপলে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ। ১৯৪৪ -  কিংকি ফ্রিড্‌ম্যান, তিনি নামকরা মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক। ১৯৪৬ -  স্টিফেন রেয়া, তিনি আইরিশ অভিনেতা। ১৯৬৩ -  দুঙ্গা, তিনি ব্রাজিলীয় ফুটবলের সাবেক মধ্যমাঠের রক্ষণাত্মক খেলোয়াড় ছিলেন। ১৯৭৬ -  গুটি, তিনি স্প্যানিশ ফুটবলার। ১৯৮২ -  জাস্টিন চ্যাটওয়িন, তিনি কানাডীয় অভিনেতা। ২০০০ -  ওয়িলও স্মিথ, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু: ১৭৪৪ - লিওনার্দো লিও, তিনি ছিলেন ইতালীয় সুরকার। ১৭৯৩ - ফরাসি উগ্রপন্থী নেতা জ্যাকুইম পিয়ে। ১৯২৫ - মাক্স লিন্ডার, তিনি ছিলেন ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার। ১৯২৬ - হ্যারি হুডিনি, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান ঐন্দ্রজালিক ও হুডিনি। ১৯৬০ - এইচ. এল. ডেভিস, তিনি ছিলেন আমেরিকান লেখক ও কবি। ১৯৭৫ - শচীন দেব বর্মন, তিনি ছিলেন প্রখ্যাতসঙ্গীত শিল্পী। ১৯৮৬ - রবার্ট সেন্ডারসন মুল্লিকেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ। ২০০৬ - অমৃতা প্রীতম, তিনি ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি। ২০১৩ - জেরার্ড ডি ভিলিয়ার্স, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও লেখক।

দিবস:

বিশ্ব মিতব্যয়িতা দিবস ৷

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/other/137442/৩১-অক্টোবর-ঘটে-যাওয়া-নানান-ঘটনা