বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ

ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করা হবে আজ।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক

ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করা হবে আজ। ভারতরে অযোধ্যার শতাব্দীপ্রাচীন বাবরি মসজিদ ধ্বংসের প্রায় ২৮ বছর পরে আজ (৩০ সেপ্টেম্বর) বুধবার রায় ঘোষণা করবেন লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত।

আরো পড়ুন:‘বাবরি মসজিদ ইস্যুতে বিতর্কিত মন্তব্য নয়

বিজেপির অনেক সিনিয়র নেতা ওই মামলায় অভিযুক্ত। ভারতের মুসলিমরা ওই মামলার দিকে তাকিয়ে আছেন এখন। বহুল আলোচিত এ মামলায় মোট ৪৯ জনকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করা হয়েছিলো।

আরো পড়ুন: বাবরি মসজিদের বিকল্প জায়গায় আগে হাসপাতাল, পরে মসজিদ

অভিযুক্তদের মধ্যে ১৭ জন এরই মধ্যে মারা গেছেন। বেঁচে আছে ৩২ জন। ওই মামলায় উল্লেখযোগ্য অভিযুক্তদের মধ্যে আছেন বিজেপির সিনিয়র নেতা এলকে আদভানি, মুরালি মনোহর যোশী, উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপির ফায়ার ব্র্যান্ড নেত্রী উমা ভারতী, বিনয় কাটিয়ারের মতো নেতাও।

আরো পড়ুন: ‘বাবরি মসজিদ রায় ভারতের ধর্মান্ধ আদর্শের প্রতিফলন’

আসন্ন রায় প্রসঙ্গে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য কামাল ফারুকী বলেন, ‘২৭ বছর আগে অযোধ্যায় যা ঘটেছিল তা রাতের অন্ধকারে নয় বরং দিনের আলোয় হয়েছিলো।

আরো পড়ুন: বাবরি মসজিদ ভাঙার পর যে কারণে মুসলিম হন বলবীর ও যোগেন্দ্র  

বাংলাদেশ জার্নাল/এমএম

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/133865/বাবরি-মসজিদ-ধ্বংস-মামলার-রায়-আজ