কাপ্তাইয়ে ১০০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা

কাপ্তাইয়ে ১০০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা

কাপ্তাইয়ে ১০০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১০০ টাকা না পেয়ে জান্নাতুল ফেরদাউস সাথী (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১০০ টাকা না পেয়ে জান্নাতুল ফেরদাউস সাথী (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার রাত ৯টার দিকে উপজেলার চন্দ্রঘোনা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

সাথী স্থানীয় কেপিএম স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে বান্ধবীর জন্মদিনে যাওয়ার জন্য তার মায়ের কাছে ১০০ টাকা চায় জান্নাতুল ফেরদাউস সাথী। প্রথমে টাকা দিতে না চাওয়ায় সে অভিমান করে। পরে সাথীর মা পাশের বাড়িতে টাকা আনতে যায়। সেখান থেকে এসে দেখেন তার মেয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এসে মরদেহটি উদ্ধার করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মরদেহটি সোমবার সকালে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে। এরপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/আর

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/130371/কাপ্তাইয়ে-১০০-টাকার-জন্য-স্কুলছাত্রীর-আত্মহত্যা