৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো সেই পুলিশের লাশ

৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো সেই পুলিশের লাশ

৩৮ ঘণ্টা পর ভেসে উঠলো সেই পুলিশের লাশ

বাংলাদেশ

জার্নাল ডেস্ক

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে নির্মাণাধীন সেতুর পিলারের ধাক্কায় ডুবে যাওয়া পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ানের মরদেহ ৩৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।   রোববার সকাল সাড়ে ৮টার দিকে মঙ্গলহাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

কালনা ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে মঙ্গলহাটা এলাকায় মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় মুসার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের বাসিন্দা পুলিশ সদর দফতরে কর্মরত কনস্টেবল আবু মুসা রেজওয়ান তার ৭ মাস বয়সী শিশুপুত্র, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে নিয়ে গত শুক্রবার মধুমতি নদীতে ভ্রমণে বের হন। কালনা ফেরিঘাটে নির্মাণাধীন সেতুর কাছে পৌঁছালে প্রবল স্রোতের কারণে পিলারের সঙ্গে ধাক্কা লাগলে আবু মুসা রেজওয়ান কোলে থাকা তার ৭ মাসের শিশু আনাসসহ নদীতে ছিটকে পড়ে যান। 

স্রোতের কারণে তিনি শিশু সন্তানকে নিয়ে উঠতে পারেননি। এরপর নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরীরা উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের সন্ধান পাননি। 

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, সকালে মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/130266/৩৮-ঘণ্টা-পর-ভেসে-উঠলো-সেই-পুলিশের-লাশ