ভারতে একদিনে ৯৭১ জনের মৃত্যু

ভারতে একদিনে ৯৭১ জনের মৃত্যু

ভারতে একদিনে ৯৭১ জনের মৃত্যু

আন্তর্জাতিক

জার্নাল ডেস্ক

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬৪ হাজার ৪৬৯ জনের মৃত্যু হলো। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৫১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬ লাখ ২১ হাজার ২৪৫। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ লাখ ৭৪ হাজার ৮০১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৮৬৮ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম, উড়িষ্যা ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২৪ হাজার ৩৯৯ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৭ হাজার ২৩১ জন, কর্ণাটকে ৫ হাজার ৫৮৯ জন এবং দিল্লিতে ৪ হাজার ৪২৬ জন।

আরএ

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/130388/ভারতে-একদিনে-৯৭১-জনের-মৃত্যু