টিক টকসহ ভারতে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ

টিক টকসহ ভারতে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ

টিক টকসহ ভারতে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ

ভারত সরকার দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই অ্যাপগুলো নিষিদ্ধ করেছে।

আন্তর্জাতিক

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অ্যাপস টিক টকসহ মোট ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার।

নিষিদ্ধকৃত এসব মোবাইল অ্যাপের তালিকায় রয়েছে ভিডিও তৈরি ও শেয়ার করার জনপ্রিয় চীনা অ্যাপ টিক টক। এছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে উইচ্যাট এবং শেয়ারইট। যদিও ভারতে টিক টকের বিশাল বাজার রয়েছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এক টুইট বার্তায় জানিয়েছে, ভারত সরকার দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই অ্যাপগুলো নিষিদ্ধ করেছে।

ভারত সরকার আরও দাবি করেছে, এই পদক্ষেপ ভারতের কোটি কোটি মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর স্বার্থ রক্ষা করবে।

ভারতের সাইবার স্পেসের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে পিআইবির টুইটে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

এমএ/

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/124179/টিক-টকসহ-ভারতে-৫৯টি-চীনা-অ্যাপ-নিষিদ্ধ