যুক্তরাষ্ট্রে করোনায় ৬১ হাজারের বেশি প্রাণহানি

যুক্তরাষ্ট্রে করোনায় ৬১ হাজারের বেশি প্রাণহানি

যুক্তরাষ্ট্রে করোনায় ৬১ হাজারের বেশি প্রাণহানি

জার্নাল ডেস্ক

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ২ হাজারের বেশি মানুষ মারা গেছে। তাতে দেশটিতে মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৬১ হাজার ৬৬৮ জন। আক্রান্ত হয়েছে ১০ লাখ ৬৪ হাজার ৫৩৩ জন। এখনো অসুস্থ ৮ লাখ ৫৫ হাজার ৪৫৪ জনের, যার মধ্যে সংকটাপন্ন ৫৯ হাজার ৮১১ জন।

আমেরিকায় সুস্থ হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৪১১ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে বুধবার এক দিনে ২ হাজার ৪৫৮ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার সংক্রমণ হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা নিউইয়র্কে, সেখানে ভাইরাসটির সংক্রমণ হয়েছে ৩ লাখ ৬ হাজার ১৫৮ জনের দেহে এবং প্রাণহানি হয়েছে ২৪ হাজার ৪৭৪ জনের।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে পরের স্থানে নিউজার্সি। ১ লাখ ১৬ হাজার ২৬৪ জন আক্রান্ত এবং মারা গেছে ৬ হাজার ৭৭০ জন।

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/international/117485/যুক্তরাষ্ট্রে-করোনায়-৬১-হাজারের-বেশি-প্রাণহানি