করোনা পরীক্ষায় স্বল্প সময়ে ৫ লাখ কিটের সুপারিশ

করোনা পরীক্ষায় স্বল্প সময়ে ৫ লাখ কিটের সুপারিশ

করোনা পরীক্ষায় স্বল্প সময়ে ৫ লাখ কিটের সুপারিশ

স্বল্পতম সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য ৫ লাখ কিট সংগ্রহ করার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রোগীদের সেবায় যথেষ্ট দুর্বলতা ও সমন্বয়হীনতার বিষয়টিও কমিটির নজরে এসেছে।

বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

স্বল্পতম সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য ৫ লাখ কিট সংগ্রহ করার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রোগীদের সেবায় যথেষ্ট দুর্বলতা ও সমন্বয়হীনতার বিষয়টিও কমিটির নজরে এসেছে।

গত মঙ্গলবার রাজধানীর হোটেল অবকাশে ১৭ সদস্যের কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। যেখানে করোনা সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসা বিষয়ে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভায় এসব পরামর্শসহ ৮টি বিষয়ে ২২টি সুপারিশ তৈরি করা হয়েছে।

পরামর্শক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘আমরা সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ, কোভিড-১৯–এর জন্য নির্ধারিত হাসপাতাল পরিদর্শন এবং চিকিৎসকসহ সব ধরনের স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলে এসব সুপারিশ তৈরি করেছি। আশা করি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব সুপারিশের ব্যাপারে গুরুত্ব দেবে ও দ্রুত পদক্ষেপ নেবে।’

কমিটির সুপারিশের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সেবা বিভাগ) অধ্যাপক হাবিবুর রহমান খান বলেন, ‘আমরা প্রতিটি ক্ষেত্রে কাজ করে যাচ্ছি। কমিটির সুপারিশে নতুন কিছু দেখছি না। নতুন কিছু থাকলে সে বিষয়ে বাড়তি মনোযোগ দেওয়া হবে। কিট কেনার ব্যাপারে কেন্দ্রীয় ঔষধাগার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ জার্নাল/এইচকে

© Bangladesh Journal


from BD-JOURNAL https://www.bd-journal.com/bangladesh/117487/করোনা-পরীক্ষায়-স্বল্প-সময়ে-৫-লাখ-কিটের-সুপারিশ